For Advertisement
নতুন বছরে আলোচনায় ববি ও ময়ূরাক্ষী!

১ ফেব্রুয়ারি,২০২২ থেকে এফডিসিতে শুরু হচ্ছে রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের শুটিং। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।
প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন ববি, শিরিন শিলা, দীপ। ছবিটি প্রযোজনা করছে আজ ইন্টারন্যাশনাল। গোলাম রাব্বানী ও রাশিদ পলাশ জুটির দ্বিতীয় চলচ্চিত্র এটি। এর আগে প্রীতিলতা চলচ্চিত্রে তারা কাজ করেছেন।
‘ময়ূরাক্ষী’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি, তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দীপ। ২০২০ প্রচারিত আন্তর্জাতিক টিভি চ্যানেল এইচবিওর ‘ইনভিজিবল স্টোরিজ’ সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন দীপ।
ববি বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। এত দিন একটি ফিকশনাল চরিত্রকে পর্দায় নিজের মতো করে তুলে ধরেছি। কিন্তু এই সিনেমার চরিত্রটি মানুষের চেনা। ফলে আমাকে অনেক বেশি প্রস্তুতি নিতে হয়েছে। ছবি শেষ হওয়ার আগ পর্যন্ত এই প্রস্তুতির মধ্যেই থাকব। চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার জন্য অনেক সময় দিয়েছি। অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু এই ছবিটি দিয়েই ফিরতে চেয়েছি। যাতে আমি চরিত্র থেকে বেরিয়ে না যাই। একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, তার পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা সত্যি কমপ্লিকেটেড। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। সিনেমার গল্পে নিজেকে নতুন লুকে হাজির করেছি। আমি ধূমপান করি না। কিন্তু সিনেমায় ধূমপান করতে হচ্ছে। আমার উচ্চতা ফোবিয়া আছে। সিনেমার জন্য উচ্চতায় উঠতে হবে। পরিচালক রাশিদ পলাশের ওপর আস্থা আছে। তিনিও আমাকে নানাভাবে সাহায্য করেছেন। আশা করছি আমরা ভালো একটি সিনেমা দিতে পারব।’
দীপ বলেন, ‘পরিচালকের কাছ থেকে ‘ময়ূরাক্ষী’র গল্প ও নিজের চরিত্র ভালো করে শুনেছি। তাতে মনে হয়েছে, চরিত্রটি দারুণ শক্তিশালী। অভিনয় করার অনেক সুযোগ রয়েছে। ছবিটি আমার চরিত্রের জার্নি দিয়েই শুরু হয়। চরিত্রটি যদি ঠিকঠাক করতে পারি এবং উপস্থাপনটা যদি উপযুক্তভাবে হয়, তাহলে আমি নিশ্চিত, আমার ক্যারিয়ারে সাফল্যের একটি পালক হিসেবে যুক্ত হবে।’
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: