For Advertisement
খেলতে গিয়ে বালতিতে পড়ে শিশুর মৃত্যু!

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকার একটি বাসায় বাথরুমে রাখা বালতিতে পড়ে রোজা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।শিশুটির বাবা জোবায়ের হোসেন বলেন, আমি বাসার বাইরে ছিলাম। ওর (শিশুটির) মা সংসারের কাজে ব্যস্ত ছিল। রোজা রুমের মধ্যে নিজে নিজে হাঁটাহাটি ও খেলাধুলা করতো। আজও খেলতে গিয়ে কোনো একসময় বাথরুমে চলে যায়। বাথরুমে পানি ভর্তি বালতি ছিল। ওই বালতি নিয়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে ওর মা ডাকাডাকি করে না পেয়ে বাথরুমে গিয়ে দেখে বালতির পানিতে পড়ে আছে। আমাকে ফোনে জানালে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া পূর্বাকাশ কে জানান, যাত্রাবাড়ী থেকে একটি শিশু পানিতে পড়ে অচেতন হয়ে ঢাকা মেডিকেলে আসে। আসার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: