For Advertisement
ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা!

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি পূর্বাকাশকে নিশ্চিত করেছেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার।তিনি বলেন, শনিবার সংঘর্ষের পর জরুরি বৈঠকে বসে প্রশাসন। বৈঠক শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। বিবাদে জড়ানো একটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও অপরপক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: