For Advertisement
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল হাসানের দাফন সম্পন্ন।

চট্টগ্রাম আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল হাসান( ৬৮) আজ ভোর আনুমানিক ৪ টায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সম্পাদক ছিলেন। এছাড়াও ৭৫ পরবর্তী চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং তৎপরবর্তীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য পদে মনোনীত হন। ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তার হত্যাকারীদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন! জীবনের ঝুঁকি নিয়ে এই প্রতিরোধ আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব প্রদান করতে গিয়ে বহুবার গুরুতর হামলা ও নির্যাতনের শিকার হন। অদ্য বাদ আসর পারিবারিক কবরস্থান হাজীপাড়ায় তার দাফন সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রবীণ ও বর্তমান রাজনীতিকসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়!
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুন চৌধুরী বলেন,”আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য মুজিব রণাঙ্গনের সাহসী পুরুষ বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের আগুনে জ্বলে উঠা প্রিয় নেতা শফিকুল হাসান এর মৃত্যুতে চট্টগ্রাম হারিয়েছে রণাঙ্গনের সূর্য সৈনিক ও আমরা হারিয়েছি এক অভিভাবক।”
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: