For Advertisement
ঘুরিং ফিরিং ট্রাভেল গ্রুপের আয়োজনে “নিজ জেলা নিয়ে লেখা” প্রতিযোগিতা!

করোনার এই ক্রান্তিকালে গৃহবন্দি ভ্রমণপিয়াসু মানুষের জন্য এক ব্যতিক্রমী আয়োজন করে ইতিমধ্যেই ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় ট্রাভেল গ্রুপ ‘ঘুরিং ফিরিং’ ।
শাটডাউনে ঘরবন্দী সময় কে আরও সময়উপযোগী করতে ট্রাভেল গ্রুপ ঘুরিংফিরিং আয়োজন করেছে নিজের জেলা নিয়ে লেখালেখির প্রতিযোগিতা। “নিজের জেলা নিয়ে লিখি, পুরষ্কার জিতি” এই শিরোনামে ২০০ থেকে ৬০০ শব্দের মাঝে নিজের জন্মস্থান নিয়ে জানা-অজানা সব তথ্য আকর্ষণীয়ভাবে লিখলেই পাওয়া যাবে পুরষ্কার।
সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই সোনার বাংলা’র প্রতিটি অঞ্চলেই রয়েছে অসাধারণ স্থাপনা, নিদর্শন। একজন নাগরিক হিসেবে নিজের দেশ কে বিশেষ করে নিজের জন্মস্থান কে যথাযথ ভাবে জানা এবং জানানো আমাদের সকলের দায়িত্ব। বাংলাদেশের সব জেলা সম্পর্কে আমরা জানি না,তাই এমন আয়োজনের ফলে সকলেই নিজের জন্মস্থান সম্পর্কে যেমন জানবে তেমনি অন্য জেলা সম্পর্কেও জানতে পারবে বলে মনে করেন এই তারুণ্যনির্ভর ব্যতিক্রমী ট্রাভেল টিম এর প্রধান সমন্বয়ক সৌরভ ইশতিয়াক।।
ঘুরিং-ফিরিং এর এডমিন তানভীর হোসেন জনি বলেন, দেশে পর্যটনের একটা নতুন সম্ভাবনা তৈরী হচ্ছে, গত কয়েক বছর ধরে প্রচুর মানুষ ঘুরতে বের হচ্ছে। গ্রুপ ট্যুর জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু প্রচারের অভাবে দেশের আনাচে-কানাচে বহু পর্যটন কেন্দ্রের কথা আমাদের অজানাই থেকে যায়। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই নিজের জন্মস্থানের কথা লিখুক, নিজের জেলার ঐতিহ্য তুলে ধরুক যার ফলে ভ্রমণপিপাসু মানুষজন সহজেই আমাদের দেশের প্রতিটা স্থান সম্পর্কে অবগত হতে পারবেন।
এই আয়োজনের অন্যতম বিচারক গল্পকার অধরা আঞ্জুমান পৃথা বলেন, ভ্রমণ কে মানসিক বিকাশের সর্বোচ্চ মাধ্যম বলা হয়। তথ্যবহুল এই প্রতিযোগিতায় প্রত্যেকেই প্রতিটা জেলা তথা সারা বাংলাদেশ সম্পর্কে দারুণ সব আলোচিত স্খান, ঐতিহ্য এবং খাবার ইত্যাদি সম্পর্কে জানতে পারছে। মূলত এই উদ্দেশ্যের আলোকেই ভ্রমণ গ্রুপ ‘ঘুরিং ফিরিং’ এর এই আয়োজন।
ঘুরিং-ফিরিং এর অন্যতম একজন ট্রাভেলার ইমতিয়াজ পিয়াস বলেন, সময় হলেই ঘুরিংফিরিং এর সাথে বেরিয়ে পরি। আগে প্রস্তুতির অভাবে ট্যুরে কম যাওয়া হতো,এখন ঘুরিংফিরিং আছে তাই চিন্তা নেই। ঘুরিংফিরিং গ্রুপ সবসময় ব্যতিক্রম ভাবে দেখে সবকিছু ,কাউকে ফলো করেনা। তার সর্বশেষ উদাহরণ এই রাইটিং কন্টেস্ট।
প্রতিযোগিতার প্রথম পুরষ্কার হিসেবে থাকছে মহামূল্যবান উপহার বই (১৫টি) এবং যেকোনো ট্যুরে ৩০% ছাড়। একই ভাবে দ্বিতীয় পুরষ্কার ১০টি বই, যেকোনো ট্যুরে ২০% ছাড় এবং তৃতীয় পুরষ্কার ৫টি বই, যেকোনো ট্যুরে ১০% ছাড়। সকলেই পাবে ঘুরিংফিরিং এর একটি করে টি-শার্ট এবং সেরা সেরা সব লেখা প্রকাশ হবে অনলাইন নিউজ পোর্টালে।
আয়োজনের বিচারক হিসেবে থাকছেন দৈনিক পূর্বাকাশ এর সম্পাদক খন্দকার মশিউর রহমান, নাট্যনির্মাতা মাহমুদ মাহিন, লেখক আহমেদ ইশতিয়াক, নাট্যকার ও ট্রাভেলার সৌরভ ইশতিয়াক এবং গল্পকার পৃথা।
উল্লেখ্য ঘুরিং ফিরিং এর ফেসবুক গ্রুপে এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। গত বছরের লকডাউনেও এমনি ব্যতিক্রমী কন্টেস্টের আয়োজন করেছিলো এই ভ্রমণ গ্রুপ।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: