For Advertisement
প্রধানমন্ত্রীর কাছে জিএম কাদেরের বিচার চাইলেন এরিক এরশাদ!

পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার চেয়েছেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরিক।এরিক এরশাদ বলেন, ‘আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে আমার চাচা জিএম কাদের মিথ্যা, বানোয়াট নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়, সেটার জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জিএম কাদের।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার চাচা জিএম কাদেরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টির অফিসিয়ালি ফেসবুক পেজে এরিক ও বিদিশার বিরুদ্ধে করা নিউজ শেয়ার করা হচ্ছে। সব ষড়যন্ত্রে জিএম কাদের দায়ী।’
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: