For Advertisement
হেফাজতের হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মুক্তি পেলেন নিপুন রায়

গ্রেফতারের আড়াই মাস পর হাইকোর্ট থেকে জামিন মুক্তি পেলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন। এর আগে দুই মামলায় গত বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন আদেশ দেন।আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। তৎপরবর্তীতে নিপুণ রায়ের জামিন আদেশের কথা গণমাধ্যমকে জানান তার বাবা নিতাই রায় চৌধুরী।
গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরবাজারের বাসভবন থেকে নিপুণ রায়কে আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী। দীর্ঘদিন কারাভোগে অসুস্থ হয়ে পড়েছেন নিপুণ রায়। তার মুক্তির দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে সভা-সমাবেশ করে আসছিল বিএনপি।
নিপুন রায়ের মুক্তির বিষয়টির সত্যতা স্বীকার করে জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল বিএনপি বার্তাকে বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অডিও রেকর্ড ঘটনাকে কেন্দ্র করে একজন সাংগঠনিক নেত্রীকে গ্রেফতার করে হেফাজতে ইসলামের ঘটনাটিকে সরকার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে কিন্তু এটিকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।কিছুক্ষণ আগেই নিপুন রায় চৌধুরী প্রায় আড়াই মাস জেলহাজতে থাকার পর জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ।
কারাগার থেকে বের হলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: